নিউজ ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:৩১

গাজীপুরে ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় এক হরতালকারী আটক

ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় এক হরতালকার ও অবরোধকারীকে আটক করেছে রেলওয়ে স্টাফরা ।

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে ডাকা হরতালের শেষ দিনে গাজীপুরের জয়দবেপুর জংশনে একটি ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় এক হরতালকার ও অবরোধকারীকে আটক করেছে রেলওয়ে স্টাফরা ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়  বলে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান।আগুনে ট্রেনের কয়েকটি আসন পুড়েছে। তবে কেউ আহত হয়নি।    আটক মোমিনের (২৫) বাড়ি গাজীপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায়। সে ছাত্রদলের কর্মী বলে জানা যায় ।
রেল পুলিশের এসআই দাদন বলেন, সকালে ট্রেনটি ঢাকা থেকে জয়দেবপুর জংশনে এসে থামে।

“যাত্রীরা উঠবে এমন সময় দুই জন লোক ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগির দুটি আসনে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমাদের স্টাফরা একজনকে ধরে ফেলে।”
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই জংশনের নিজস্ব ব্যবস্থাপনায় রেল কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিভিয়ে ফেলে। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত