নিউজ ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৪ ১১:০৪

গয়েশ্বর গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ‘নাশকতার’ অভিযোগে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান  বলেন,  “নাশকতার অভিযোগে শুক্রবার ভোরে গয়েশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়েছে।”  

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সে বিষয়টি স্পষ্ট করেননি এই পুলিশ কর্মকর্তা।

ফাইল ছবি

ফাইল ছবি

গয়েশ্বরের সহকারী আবদুল লতিফ  জানান, ভোর ৬টার দিকে গোয়েন্দা পুলিশ সিদ্ধেশ্বরীর বাসায় এসে এই বিএনপি নেতাকে নিয়ে যায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে।

এর আগে বৃহস্পতিবার রাতে গয়েশ্বরের রায়েরবাজারের বাসায় পুলিশ তল্লাশি চালালেও ওই সময়ে তিনি বাসায় ছিলেন না।

কাছাকাছি সময়ে শান্তিনগরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুননবী খান সোহেলের বাসায়ও অভিযান চলে। তিনি বকশীবাজারে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেলের সামনে সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় পুলিশের করা মামলার আসামি।

খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বুধবার বকশীবাজারে সংঘর্ষের ওই ঘটনায় পুলিশ আরেকটি মামলা করেছে চকবাজার থানায়। দুই মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।   

এমন এক সময়ে তাকে আটক করা হলো যখন গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে খালেদা জিয়ার জনসভা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গণে উত্তেজনা চলছে।


আপনার মন্তব্য

আলোচিত