স্পেন সংবাদদাতা

০৭ নভেম্বর, ২০১৫ ১২:১০

বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের নতুন কমিটি : জামাল সভাপতি, সুন্দর সাধারণ সম্পাদক

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিঠি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে জামাল উদ্দিন মনিরকে সভাপতি, কামরুজ্জামান সুন্দরকে সাধারণ সম্পাদক এবং মোজাম্মেল হক মাসুদ ও আসফাকুল হক চৌধুরীকে সহ-সভাপতি করা হয়।

সে সঙ্গে আগামী ৩০ দিনের ভেতর পূর্ণাঙ্গ কমিঠি গঠনের সিদ্ধান্ত হয়।

২৭ অক্টোবর মাদ্রিদে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সাবেক সভাপতি এইচ এম রবিনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে একে অন্যের সহযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখতে হবে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশকে বহির্বিশ্বে তুলে ধরতে হবে।

এছাড়া দেশকে এগিয়ে নিয়ে যেতে বিদেশিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়ীক সম্পর্কসহ দেশের ভাবমূর্তী বৃদ্ধি করতে হবে।

স্পেন বসবাসরত প্রবাসীদের সমস্যা সমাধান ও নবাগতদের একমাত্র ভরসার এ সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসীরা করতালির মাধ্যমে নব গঠিত এ কমিটিকে স্বাগত জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব খুরশেদ আলম মজুমদার, আবুল কালাম আজাদ, আখতার হুসেন আতা, আব্দুল কাইউম পঙ্কি, এ কে এম জহিরুল ইসলাম, জাকির হুসেন, গোলাম মস্তফা জাহাঙ্গীর, মো. মানিক মিয়া, ড. দুলাল, সাংবাদিক শাহ জামাল, মিজানুর রহমান বিপ্লব, সুহেল ভুইয়া, মমিনুল ইসলাম স্বাধীন, মিলটন ভুইয়া কচি, আব্দুল কাইউম সেলিম, ফজলে এলাহি, ফয়জুর রহমান, লুৎফুর রহমান, রমিজ উদ্দিন, আব্দুল কাইউম মাসুক, আবুল কাশেম মুকুল, কাজী কাশেম, ফখরুল হাসান, আবুল হাশেম মেম্বার, আয়ুব আলী সোহাগ, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগ্যান, আবু বক্কর, ফজির আলি নাদিম, আবুল হুসেন, তাপস দেব নাথ, সামিমা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত