লন্ডন সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০১৫ ০৮:৪২

গ্রাফিক্স ডিজাইনে ব্রিটেনে সেরার খেতাব জিতলেন সিলেটের আয়েশা

গ্রাফিক্স ডিজাইনিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ ডিএমএ ব্রেক থ্রু এওয়ার্ড জিতলেন সিলেটী বংশোদ্ভূত তরুণী আয়েশা ইসলাম। গ্রাফিক্স ডিজাইনিংয়ে ব্রিটেনে এটিকে মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি হিসেবে দেখা হয়।

আয়েশাদের আদিনিবাস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াইয়ে। তিনি যুক্তরাজ্যের এডিনবরা কলেজের ডিজাইনিং বিভাগে অধ্যয়নরত রয়েছেন।

মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ব্রেক থ্রু ক্যাটাগরিতে সারা ব্রিটেন থেকে চূড়ান্ত মনোনয়ন পান বার্কিংহামশায়ার ইউনিভার্সিটির দুটি দল।

একই ক্যাটাগরিতে এডিনবরা কলেজ থেকে এককভাবে আয়েশা ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। আর চূড়ান্ত রায়ে সব প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হন আয়েশা।

আয়েশা বলেন- এ অর্জনে তিনি আনন্দিত এবং উচ্ছ্বসিত। ভবিষ্যতে কর্মজীবনে তিনি গতানুগতিকতার বাইরে কিছু করতে চান। ডিজাইনার ও শিল্পী আয়েশার নানা শিল্পকর্ম ইতোমধ্যে ব্রিটেনের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আয়েশার এ অর্জন অন্যরকম সাফল্য এনে নিয়েছে এডিনবরা কলেজকেও।  মা বাবার প্রথম সন্তানের এমন সাফল্যে খুশি আয়েশার বাবা ফয়েজুল ইসলাম আর মা জোসনারা ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত