ওয়েব ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৫ ১৯:১২

কোস্টারিকায় আটক নয়জন বাংলাদেশি

সেন্ট্রাল আমেরিকার দেশ কোস্টারিকার গবাদি পশুর একটি ট্রাক থেকে ৫১ জন অভিবাসীকে পাওয়া গেছে যাদের মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই অভিবাসীরা বলছেন তারা মানব পাচারকারীদের হাজার হাজার ডলার দিয়েছেন পানামা সীমান্ত পাড় করে দেয়ার জন্য। তাদের মধ্যে অর্ধেক রয়েছেন নেপালের নাগরিক। বাকিরা বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, ইরাক ও পাকিস্তানের।

গত কয়েক বছর ধরেই কোস্টারিকা এশিয়ার নাগরিকদের দেশটিতে যেতে বাধা দিচ্ছে।

বার্তা সংস্থার এএফপি বলছে ট্রাকের চালকসহ আরো তিনজনকে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। প্রমাণ হলে তাদের দুই থেকে ছয় বছরের জেল হতে পারে।

এই ৫১ জনের মধ্যে ২৬ জন নেপালের, নয়জন বাংলাদেশের, নয়জন সোমালিয়ার, চারজন ইরিত্রিয়ার বাকিরা ইরাক ও পাকিস্তানের।

তাদের ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে বলে এএফপির খবরে বলা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত