ওয়েব ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৬ ১২:৩৮

ভারতের পাসপোর্ট অফিসে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পাটনা পাসপোর্ট অফিস থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুয়া আবাসিক ঠিকানা দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে স্থানীয় সময় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৬ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এক প্রতিনিধির সহায়তায় আব্দুল মান্নান (৩৮) নামের ঐ ব্যক্তি ভুয়া পাসপোর্ট তৈরি করার চেষ্টা করছিলেন। ভুয়া পাসপোর্ট তৈরির কাজে অফিসের কোনো ব্যক্তি জড়িত আছে কি না সেটি খতিয়ে দেখছে পাটনা পুলিশ।   

আবদুল মান্নানের দাবি, তিনি নওয়াদার বাসিন্দা। বৃহস্পতিবার অনলাইনের মাধ্যমে আশ্বিনা-দিঘা রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। মান্নানের আধার কার্ড ও ব্যাংক পাসবুক যাচাই-বাছাই করে পাসপোর্ট অফিস তথ্যের ক্ষেত্রে অমিল দেখতে পায়। এমনকি তিনি হিন্দিতে কথাও বলতে পারছিলেন না।

পরে দেখা যায়, তিনি বাংলাদেশের নাগরিক।   পাটনা পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেট মানু মহারাজ বলেছেন, পাসপোর্ট অফিস আমাদের এই বিষয়ে জানায়। আমরা তাকে শুক্রবার গ্রেফতার করেছি। নওয়াদার এক দালাল নুর মোহম্মদের মাধ্যমে তিনি পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন। আমরা তাকে খুঁজছি। মান্নান জানিয়েছেন, তিনি সৌদি আরব যেতে চেয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত