কানাডা থেকে সিবিএনএ

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:১৫

টরেন্টোতে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব

টরেন্টোস্থ বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থস্থ  ২৬০ ডজ রোডের টেলর ক্রিক পার্কে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব জমা দেয়া হয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট বোর্ডের সদস্যবৃন্দ, ইষ্ট ইয়র্কের কাউন্সিলার জ্যানেট ডেভিস, তাঁর সহকর্মী জ্যা থিসেন এই প্রস্তাব সিটি অফ টরেন্টোর কাছে জমা দেয়।
 
পরে সিটি অফ টরেন্টো সাথে শহীদ মিনার নির্মাণের অনুমোদন ও অগ্রগতি নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট আশা করছে, আগামী দু-তিন মাসের মধ্যেই তা চূড়ান্ত ফলাফল জানতে পারবে।
 
মনুমেন্টের সাধারণ সম্পাদক ফুয়াদ চৌধুরী ইত্তেফাককে জানান, শহীদ মিনার প্রস্তাবনা নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার প্রধান বিষয়বস্তুগুলো হলো-শহীদ মিনার নির্মাণের নির্ধারিত স্থানের ভূমি জরিপ, নির্মাণপূর্ব  পরীক্ষা, রিপোর্ট ও নকশা জমা দেয়া, শহীদ মিনার তৈরির জন্য অর্থ সংগ্রহ, নির্মাণে কি কি উপাদান ব্যবহৃত হবে, তৈরির সময়সীমা ইত্যাদি।
 
সিটির পক্ষে এই সভায় উপস্থিত ছিলেন পার্ক পার্টনারশিপ ডেভেলপমেন্ট ম্যানেজার রব রিচার্ডসন, পার্কনীতি ও প্রকল্প উপদেষ্টা মেগান প্রাইজ, সাংস্কৃতিক বিষয়ক ম্যানেজার স্যালি হান, শিল্পকলা বিষয়ক কর্মকর্তা ক্লারা হাতগুটাই, বন বিষয়ক পরিকল্পনাকারী ক্রিস্টিন ওল্ডস্নাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত