ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:৫০

ফ্রেঞ্চ বাংলা স্কুলে ভাষা দিবসের অনুষ্ঠান

জাতীয় শহীদ ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রেন্চ -বাংলা স্কুলে আলোচনা সভা ও সাংস্মৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার বিকেলে প্যারিসের লা কর্ণভে স্কুলের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
 
এ সময় বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে (বাংলাদেশ সময়-১২ টা এক মিনিট,প্যারিস সময় সন্ধা ৭ টা এক মিনিটে) স্কুলের শিশুদের নিয়ে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। 
 
পর শুরু হয় আলোচনা সভা ও সাংস্মৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।স্কুলের পরিচালক হাসনাত জাহান ও  রানী তাহেরের  উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সারি হজরত আলী খান। 
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লা কর্নভ মেরির সোসাইটি অব এসোসিয়েশনের প্রধান ম্যডাম ড্যানিয়েল জিবার্তিন ও  দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ফরাসী মুক্তিযোদ্ধা জ মুলার। 
 
সাংস্মৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষাথীরা ছড়া,কবিতা,গান পরিবেশন করে।

আপনার মন্তব্য

আলোচিত