নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ০০:২৬

‘অভিজিৎ রায় দিবসে’ টরেন্টোতে অভিজিৎ স্মরণ ও আলোচনা সভা

বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, ব্লগার ড. অভিজিৎ রায়ের নির্মম হত্যাকাণ্ডের এক বছরপূর্তিতে কানাডার টরেন্টোতে পালিত হবে 'অভিজিৎ রায় দিবস'।

এ উপলক্ষে আলোকিত বিশ্ব গঠনে বিজ্ঞান, যুক্তি ও মানবতার গুরুত্ব নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান, অভিজিৎ রায়ের বইয়ের প্রদর্শনী এবং অভিজিৎ রায়ের পিতা শিক্ষাবিদ অজয় রায় ও স্ত্রী রাফিদা আহমেদ বন্যার বার্তা উপস্থাপনের পাশাপাশি ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ধর্মান্ধদের হামলার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে।
 
আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ (শুক্রবার) সন্ধ্যা ৭টায় টরেন্টোর ৫৫, এগলিন্টন এভিনিউয়ে (স্যুট-৩০৭) অনুষ্ঠিতব্য  এ কর্মসূচির যৌথ আয়োজক মুক্তমনা ও সেন্টার ফর ইনকোয়ারি, কানাডা।

আলোচনা অনুষ্ঠানের মডারেটর হিসেবে থাকবেন ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর সেন্টার ফর ইনকোয়ারি এরিক এড্রিয়ানস।

প্যানেল আলোচক হিসেবে থাকবেন লেখক ও কলামিস্ট তারেক ফাতাহ, লেখক গ্রেটা ভসপার, দর্শন অধ্যাপক ও লেখক ক্রিস্টোফার ডি কার্লো এবং নারীবাদি ব্লগার আকি মুতালি।

আপনার মন্তব্য

আলোচিত