লন্ডন সংবাদদাতা

২৭ মার্চ, ২০১৬ ১১:১৯

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবিতে লন্ডন শহীদ মিনারে সমাবেশ

২৫ মার্চকে সরকারীভাবে গণহত্যা দিবস ঘোষণার দাবী জানিয়ে কালরাতের শহীদদের স্মরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা।

শুক্রবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে ২৫ মার্চকে সরকারীভাবে গণহত্যা দিবস ঘোষণার এই আহবান জানানো হয়।

নির্মূল কমিটি নেত্রী নাজনীন সুলতানা শিখার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ নারী নেত্রী হোসনা মতিন, আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান, নির্মূল কমিটি নেত্রী রুবি হক ও কবি মুজিবুল হক মনি প্রমুখ।

বক্তারা ২৫ মার্চ কালরাতসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ২৫ মার্চ রাতে ইতিহাসের নৃশংসতম গণহত্যা মানব জাতীর কলঙ্ক। যতদিন এই পৃথিবী টিকে থাকবে, এই গণহত্যার সাথে জড়িত পাকিস্তানী হানাদার বাহিনীর প্রতি মানুষের ঘৃণা প্রদর্শন ততদিন অব্যাহত থাকবে।

ঘৃণা প্রদর্শনের এই বার্তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতেই ২৫ মার্চকে সরকারী ভাবে গণহত্যা দিবস ঘোষণার দাবী জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত