জুয়েল রাজ, যুক্তরাজ্য

১৬ জুন, ২০১৬ ২৩:২২

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

সাম্প্রতিক  সময়ে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের হাতে পুরোহিত খুন ও দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনরোধে  লন্ডনভিত্তিক সামাজিক সংগঠন ‘ক্যাম্পেইন ফর রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ’ (সিপিআরএমবি) এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল হাউজ অব কমন্সে অলপার্টি হিন্দু পার্লামেন্টারি গ্রুপের চেয়ার বল ব্লাকম্যান এমপি‘র সাথে বৈঠক করেছে।

গত ১৫ জুন অনুষ্ঠিত এ বৈঠকে পুষ্পিতা গুপ্ত সিপিআরএমবি'র পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠককালে প্রতিনিধিদল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সাম্প্রতিক সময়ে একের পর হত্যাকাণ্ড সম্পর্কে ব্রিটিশ এমপিকে অবহিত করেন।

বৈঠকে উঠে আসে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের পর দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন ও শিক্ষক শ্যামলকান্তি ভক্তের প্রসঙ্গটিও।

ব্রিটিশ এমপি বব ব্লাকম্যান প্রতিনিধি দলকে আশ্বস্ত  করে বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আগামী পার্লামেন্ট অধিবেশনে বিতর্ক হবে। এ ব্যাপারে তারা পর্যবেক্ষণ করছেন বলেও প্রতিনিধি দলকে জানান।

এরপর প্রতিনিধি দল বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নাম্বার ডাউনিংষ্ট্রীটে স্মারকলিপি প্রদান করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষে একজন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন, এর পর একই দাবি জানিয়ে প্রতিনিধি দল ফরেন এন্ড কমনওয়েলথ অফিস ও পার্লামেন্টারি কনজারভেটিভ হিউম্যান রাইট কমিশনের চেয়ার ফিওনা ব্রুচে এমপি বরাবরে আরো দুটি স্মারকলিপি হস্তান্তর করেন।

আপনার মন্তব্য

আলোচিত