নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০১৫ ০০:৪৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অভিজিৎ হত্যার বিচার দাবি

বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞান লেখক, গবেষক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরী ব্রিজওয়ে তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের প্রগতিশীল শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত 'Justice for avijit' , 'We are Avijit, i am Avijit' , 'You May kill people, but you can't kill Ideas' ইত্যাদি লেখা বেশ কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী অবস্থান নেন তারা।

এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থী লিটন চন্দ্র ভৌমিক সিলেটটুডে২৪ডটকমকে জানিয়েছেন , অভিজিৎ রায়ের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তচিন্তার উপর যে আঘাত হানা হয়েছে তাতে তারা বিক্ষুব্ধ। অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানাতেই তাঁদের এই উদ্যোগ।

স্যাকুলারিষ্ট স্টুডেন্ট এলিয়েন্স স্টুডেন্ট লিবার্টি নামক দুটি সংগঠনও এই প্রতিবাদে সমর্থন দেয়।

আপনার মন্তব্য

আলোচিত