সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৪৪

লন্ডনে বাদল কর স্মরণে শোকসভা

বৈরি সময়ের নষ্ট হাওয়ায়ও যাদের লক্ষ্য বদল হয়নি কমরেড বাদল কর ছিলেন তাদের মধ্যে অন্যতম। সাংস্কৃতিক আন্দোলন আর অসাম্প্রদায়িক শোষণহীন সমাজতন্ত্রমুখী বাংলাদেশ গড়ার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন। তাঁর নেতৃত্বেই সিলেট উদীচী যাত্রা শুরু করেছিলো। দেশের সকল সংকটে সংগ্রামে পাশে থেকেছেন অহর্নিশ। বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে নিয়ে গেছেন প্রগতির ঝাণ্ডা।

সদ্য প্রয়াত সিলেটের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক বাদল কর স্মরণে মঙ্গলবার বিকেলে লন্ডনে অনুষ্ঠিত এক নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

'কমরেড বাদল কর শোকসভা আয়োজক পরিষদ যুক্তরাজ্য'-এর উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন ডা.আশফাক আহমদ।

মসুদ আহমদের পরিচালনার অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন ডা. রফিকুল হাসান খান জিন্নাহ, মাহমুদ এ রউফ, ডা. মুখলেছুর রহমান, হারুনুর রশীদ, আবিদ আলী, গোলাম আকবর মুক্তা, পুষ্পিতা গুপ্ত, ইফতেখারুল হক পপলু প্রমুখ ।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, সৈয়দ এনামুল ইসলাম, নিসার আহমদ, সত্যব্রত দাস স্বপন, আ ক ম চুন্নু, এনায়েত সারোয়ার, হামিদ মোহাম্মদ, ফেরদৌসী আক্তার লিপি, শাহরিয়ার বিন আলী, সাংবাদিক জুয়েল রাজ, আশরাফ জামান সিদ্দিকী, ফরিদ আহমদ, সুশান্ত দাস প্রশান্ত, সাইফুল ইসলাম খান প্রমুখ ।

শোকসভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য দেন বাদল করের ছোট ছেলে হিতাংশু ভূষণ কর বাবু।

শোকসভায় বাদল করের সংগ্রামী জীবনকে অভিবাদন জানিয়ে সংগীত পরিবেশন করে তাঁর নাতনি আনিতা গুপ্তা। সমবেত কন্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মধ্য দিয়ে শোকসভা শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত