সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৭ ০১:৪৭

জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালুর আশ্বাস প্রধানমন্ত্রীর

জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ ডিগ্রি চালুর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন। সরকারিকরণের জন্য বিভিন্ন সময় আশ্বাস দিয়েছিলেন শিক্ষমন্ত্রী নরুল ইসলাম নাহিদ। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই আশ্বাস দিলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমি জানান, বৃহস্পতিবার লন্ডনে সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন যুক্তরাজ্য ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তিনি জকিগঞ্জ সরকারি কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 উল্লেখ্য ১৯৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জকিগঞ্জের একমাত্র সরকারি কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা ৭ শতাধিক। অবহেলিত এ জনপদের শিক্ষার্থীরা এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। একই সাথে প্রতিষ্টিত হওয়া কানাইঘাট কলেজ এবং বিয়ানীবাজার সরকারী কলেজে বর্তমানে অর্নাস এবং ডিগ্রি কোর্স চালু আছে।

আপনার মন্তব্য

আলোচিত