নিউজ ডেস্ক

০২ জুন, ২০১৫ ২২:৫৯

মৌলবাদীদের হুমকিতে এবার ভারত ছাড়লেন তসলিমা নাসরিন

ক্রমাগত হুমকির মুখে এবার ভারত ছাড়তে বাধ্য হলেন লেখিকা তসলিমা নাসরিন। ভারত থেকে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। তসলিমার নিরাপত্তার স্বার্থে তাঁকে নিউইয়র্কে নিয়ে যায় আমেরিকার একটি এনজিও৷ ওই সংস্থার দাবি, তসলিমাকে নিরাপদে রাখবে তারা৷

এক প্রেসবিজ্ঞপ্তিতে ‘সেন্টার ফর ইনকোয়ারি’র পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ মে নিউইয়র্কে এসে পৌঁছান তসলিমা৷ তাঁর দেখভালের জন্য নির্দিষ্ট ফান্ডও বরাদ্ধ করা হয়েছে৷

গত ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশে তিনজন ব্লগারকে খুন করা হয়েছে৷অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাসের মৃত্যুর পর তসলিমাকেও ই-মেলে প্রাণনাশের হুমকি দেয় আল-কায়দা মদতপুষ্ট আনসার-উল-বাংলা নামের একটি মৌলবাদী সংগঠন৷

এদিকে তাসলিমা নাসরিনকে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর ইনকোয়ারি নামে নিউইয়র্কভিত্তিক এ সংগঠনটি। অলাভজনক গবেষণা পরামর্শ ও শিক্ষাবিষয়ক সংগঠনটি বিশ্বব্যাপী মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার। সম্প্রতি বাংলাদেশে ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস খুন হন। এসব হত্যার দায় যারা স্বীকার করে তাদের তালিকায় তসলিমা নাসরিনের নামও রয়েছে-এমন খবরের পরিপ্রেক্ষিতে তাকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার প্রস্তাব দেওয়া হল।

সেন্টার ফর ইনকোয়ারির এক বিবৃতিতে বলা হয়, 'যুক্তরাষ্ট্রে না এলে শুধু সাময়িক নিরাপত্তা পাবেন তসলিমা নাসরিন।' তসলিমাকে যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত নিরাপত্তা, বাসা, খাদ্য ও প্রয়োজনীয় অন্য বিষয়ের ব্যবস্থা করতে একটি জরুরি তহবিল গঠন করেছে সংগঠনটি।

সেন্টার ফর ইনকোয়ারির সভাপতি রোনাল্ড এ লিন্ডসে স্বাক্ষরিত বিবৃতিতে 'মানবাধিকারের জন্য লড়াই ও মৌলবাদকে চ্যালেঞ্জ দেওয়া' তসলিমা নাসরিনকে 'বিশ্বের সব বয়সের মানুষের জন্য রোল মডেল' হিসেবে উল্লেখ করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আপনার মন্তব্য

আলোচিত