সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১০:০৪

ইতালির ট্রেড লাইসেন্স অফিসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ

ইতালির রোমে বানকারেল্লা বা স্টল ব্যবসা স্থান পরিবর্তন নিয়ে রোম পৌরসভার সিদ্ধান্তের প্রতিবাদে প্রবাসী বাংলাদেশি ও ইতালিয়ান নাগরিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় এ বিক্ষোভ সমাবেশ হয়। এ ব্যবসা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

রোমের ট্রেড লাইসেন্স অফিসের সম্মুখে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইতোমধ্যে কয়েকটি টুরিস্ট এলাকা ও ভিয়া তুসকোলানাসহ উল্লেখযোগ্য রাস্তা থেকে স্টলের স্থান পরিবর্তন করা হয়েছে। আরও ১৬টি লাভজনক স্থান পরিবর্তনের পাঁয়তারাও চলছে।

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতিসহ বাংলাদেশি সব বানকারেল্লা সমিতির নেতৃবৃন্দ এ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

ইতালির স্টল ব্যবসার সঙ্গে জড়িত প্রায় ১ মিলিয়ন ইতালিয়ানের পাশাপাশি ২০-৩০ হাজার বাংলাদেশি অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। তাই অর্থনৈতিক সংকটের সময় বাণিজ্যের দিকে না তাকিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করা উচিত নয় বলেও মনে করেন বিক্ষোভকারীরা।

এ সময় বানকারেল্লা বা স্টল ব্যবসায়ী নেতৃবৃন্দ রোমের মেয়র রাজ্জির সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে এ সমস্যার সমাধানের অনুরোধ জানান।

আপনার মন্তব্য

আলোচিত