লন্ডন প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০১৮ ১৮:৫৪

লন্ডনে ‘আওয়ার স্ট্রাগল, আওয়ার ফ্রিডম’ বইয়ের প্রকাশনা

বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে বিলেতে জন্ম নেয়া নতুন প্রজন্মের লেখকদের লেখা এবং শিল্পীদের চিত্রকর্ম নিয়ে প্রথমবারের মত 'আওয়ার স্ট্রাগল, আওয়ার ফ্রিডম' নামক বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হোটেলে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বইটিতে ২৭ জন তরুণ লেখকের লেখা ও ৮ জন শিল্পীর চিত্রকল্প স্থান পেয়েছে। বইটি সম্পাদনা করেছেন আনসার আহমেদ উল্লাহ ও সেঁজুতি মনসুর।

বইটিতে যাদের লেখা ও চিত্রকল্প স্থান পেয়েছে তারা হলেন, সাইবা সৈয়দ হোসেন, সুস্মিতা ধর, অন্তুজিত চক্রবর্তী, ইব্রাহিম তালুকদার, সাহার সরদার, রামিজা আঞ্জুম ও মাফিসা আলী, কাজী প্রনয়, কাজী প্রত্যয়, সেঁজুতি মনসুর, সুপ্রত মনসুর, তাসমিন রশীদ, জাহিন রশীদ, ফারদিব রশীদ, মহি মোহাম্মদ, শাফি মোহাম্মদ, মোহনা হোসেন মিলি, নাদেদ নেহাল ইসলাম, নাফিসা ইসলাম, সায়রা খান, ফাইজা খান, জুমায়রা আলম, অভিজিৎ চক্রবর্তী, আফ্রিন করিম কোরেশি, জুনাইম আলম, উদীতা মন্ডল, মোহাম্মদ জোহার আলম মাহী, রিদিয়া রিমি, নাদিয়া রহমান, সাজিয়া স্নিগ্ধা, আরতি দাস, রুমি হক, আফিয়া বেগম শিরি, আনসার আহমেদ উল্লা, ওয়ারদা মোসাব্বির, তামিম আহমেদ, জাওয়াদ নওফেল, সাধনা চৌধুরী, সামাদুল চৌধুরী তাহিদ, জায়িদ আল রহমান।

জাহিন রশীদের উপস্থাপনায় শুরুতেই বক্তব্য রাখেন সেঁজুতি মনসুর, রুমি হক এবং তামিম আহমেদ, অহনা, কাজী প্রনয়, তাসনিম রশীদ, নাদিয়া, রিদিয়া, সাধনা চৌধুরী, আফ্রিন কোরেশী সহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে শিল্পী শর্মিলা দাসের পরিচালনায় রোমা দাস, রিয়া দাস, দেব দেবাঞ্জন সাহা, রুজানা নেহা ইসলাম, দিয়া সাহা, সুস্মিতা ধর, শ্রীয়া ধর, জয়তি দাস, সাগরিকা বনিক, দেবাস্মিতা দাস, অনুশ্রী সাহা, সোনালী, সন্দীপ ঘোষ, আফসারা ইসলাম প্রমুখ সঙ্গীত পরিবেশন করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, অভিভাবক কল্পনা কাজি, ফারজানা খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, মোহাম্মদ নাজিমুদ্দিন, হেনা বেগম, জগলুল করিম, তওহীদ ফিতরাত হোসেন, মতিয়ার চৌধুরী, বাতিরুল হক সরদার, আলী বেবুল, সুফিয়া জামিন প্রমুখ।

স্বাগত বক্তব্যে সাংবাদিক ও লেখক সুজাত মনসুর বইটি প্রকাশ ও তরুণ মেধাবীদের নিয়ে এ রকম একটি অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট ব্যাখ্যা ও বিলেতের তরুণদের নিয়ে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া অভিভাবকদের পক্ষ থেকেও আগামীতে এ রকম যে কোন উদ্যোগের প্রতি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত