সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৮ ১৫:৩১

স্পেনে মেজবান উৎসব

স্পেনে প্রবাসী চট্টগ্রামবাসীদের সংগঠন ‘চট্টগ্রাম সমিতি’ এর আয়োজনে ঐতিহ্যবাহী ‘মেজবান উৎসব ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুম ও একটি রেস্তোরাঁয় যৌথভাবে এ উৎসবের আয়োজন করা হয়।

‘নাড়ীর টানে ঐতিহ্যের বন্ধনে- চলন যাই মেজ্জান খাই’ স্লোগানে আয়োজিত এ মেজবান উৎসব সন্ধ্যা ৮টা থেকে শুরু হয়ে রাত ১২টায় শেষ হয়। উৎসবের প্রধান আকর্ষণ ছিল মেজবান খাবার-ভাত ও গরুর মাংস।

মেজবানে দল-মত নির্বিশেষে নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুম প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। প্রতিবছরই মাদ্রিদের চট্টগ্রাম সমিতি কোন ফি প্রদান ছাড়াই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার পরিবেশন করে থাকে।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক জানান, আমাদের দেশিয় সংস্কৃতি, ঐতিহ্য প্রবাসেও লালন করার প্রত্যয় নিয়ে আমাদের এ মেজবান উৎসবের আয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত