এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে

০৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৯

প্যারিসে বাংলাদেশিদের চড়ুইভাতি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সম্মানার্থে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশী আমেজে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান চড়ুইভাতি। প্যারিস - বাংলা প্রেসক্লাব আয়োজিত (২ রা সেপ্টেম্বর) রোববার দিন ব্যাপী লা কর্ণব পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসময় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশীসহ বিদেশিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় পুরো এলাকাটি যেন হয়ে গিয়েছিলো একটি মিনি বাংলাদেশ।

প্যারিস- বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর সরস উপস্থাপনায় চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলদো ফ্রান্সের ওভার বিলিয়ে মেরির সহকারী মেয়র সুফিয়ান কারিমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সমিতি ফ্রান্সের সভাপতি মামুন মিয়া, উপদেষ্টা আব্দুল খালিক, ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এইচএম হায়দার, সহ সভাপতি আশরাফুর ইসলাম, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এমএ তাহের ,বরিশাল বিভাগ সমিতি ফ্রান্সের সভাপতি মোতালেব খান, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি লিয়াকত আলী মেম্বার, সহ সভাপতি সেলিম উদ্দিন, স্বরলিপি শিল্পীগোষ্ঠি ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্সের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন প্রমুখ ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আবু তাহির, শামসুল ইসলাম, নয়ন মামুন, ফেরদৌস করিম আখঞ্জী জাকির হোসেন, মিজানুর রহমান, আজিজুর রহমান, আবুল কালাম মামুন, রেজাউল করিম, আব্দুল আজিজ সেলিম, মুহিবুর রহমান, শাহ সুহেল প্রমুখ।

অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, ছেলেদের মোরগ খেলাসহ অন্যান্য খেলাগুলো ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। এ ছাড়া ছিল বাঙালিয়ানায় দেশীয় খাবার।

অনুষ্ঠানের শেষে জনপ্রিয় উপস্থাপক হ্যাপির উপস্থাপনায় এতে সংগীত পরিবেশন করেন মুন্নি,মৌরি,ইমতিয়াজ,শাহেদ।

পরে চড়ুইভাতির বিশেষ আকর্ষণ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত