সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৮ ১৫:৪৫

মাদ্রিদে ‘বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর অভিষেক

স্পেনের মাদ্রিদে ‘বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) স্থানীয় সময় রাতে মাদ্রিদের লাভাপিয়েসের রেস্তোরাঁয় আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি এস এম সোহেল ভূঁইয়া এবং পরিচালনা করেন একেএম জহিরুল ইসলাম ও তামিম ইকবাল তামিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর প্রধান আহ্বায়ক খোরশেদ আলম মজুমদার। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদ্য প্রাক্তন সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহসভাপতি এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি, সহসভাপতি মোরশেদ আলম তাহের,  মো. শাহ আলম, মমিনুল ইসলাম স্বাধীন, একরামুজ্জামান কিরণসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, স্পেনে আঞ্চলিক সংগঠনগুলোর ভালো কাজে বাংলাদেশ দূতাবাস সবসময় সহযোগিতা করবে। মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের গতিধারায় স্পেন প্রবাসীদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত