জয়নাল আবেদীন আজাদ, কাতার থেকে

০৯ অক্টোবর, ২০১৮ ১৯:৫৭

কাতারে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের অভিষেক

কাতারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

কাতারের দোহা শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম. সাইফুর রহমানের পুত্র এম. নাসের রহমান।

পরিষদের সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে, পরিষদের অন্যতম সদস্য সিয়াম খান ও রেজাউল করিম রেজুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন-বাংলাদেশের গণতন্ত্র এখন চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ আজ মুক্তির প্রহর গুনছে। আবারো দেশে একতরফা নির্বাচন দিয়ে পুনরায় গদি দখলের পায়তারা চলছে।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রমুলক মামলায় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকার ছাড়া যে কোন পাতানো নির্বাচনে রুখে দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশেষ অতিথি কাতার ধানসিড়ি বিএনপির আহবায়ক শহিদুল হক ও সদস্য সচিব শরিফুল হক সাজু , ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, বিএনপি নেতা হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ কাতারের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- আব্দুল জলিল, পাভেল চৌধুরী, আব্দুস শহিদ, আবুল হাসান, আবদুর রহিম, নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, রমিজ উদ্দিন সুরুক, রিমন চৌধুরী, জসিম সিদ্দিকী, সিতু মিয়া, হাফিজ উদ্দিন, আব্দুল আহাদ, সুমন তালুকদার, মাওলানা নুরুল ইসলাম, শফিকুল তালুকদার, খালেদ উদ্দিন, সাঈদ ইমন, লুৎফুর রহমান, তাহের মাহমুদ রাসেল, মুহিতুল ইসলাম রুকন, মিসবাহ হাজারী খলিল, জায়েদুল করিম, সেলিম আহমেদ, আলাল খান, খোকন আহমেদ ও রুমন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে কাতারে বসবাসরত বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত