সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৮ ২০:২০

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা শাহ আজিজ স্মরণে শোকসভা

সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ অক্টোবর রোববার ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম।

ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস শহীদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাসিব মামুন, কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সাবেক আহ্বায়ক অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মনির আহমেদ, উপদেষ্টা মখন মিয়া, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি নজমুল আলম রুমেন, কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমদ, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সারোয়ার আহমেদ চৌধুরী, আলী হোসেন গজনবী, ফখরুল চৌধুরী মিসলু, কয়সর আহমদ, শ্যামল কান্তি প্রমুখ। অনুষ্ঠানে ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ সহ বৃহত্তর সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের জীবনাদর্শ থেকে দেশাত্মবোধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান।

সভাপতি বশির উদ্দিন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। এলাকার উন্নয়নে রেখে গেছেন অসাধারণ ভূমিকা।

আপনার মন্তব্য

আলোচিত