সিলেটটুডে ডেস্ক

১১ অক্টোবর, ২০১৮ ১৬:২৯

গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে স্পেনে বিএনপির সংবাদ সম্মেলন

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি স্পেন শাখা।

বুধবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ফরমায়েশি রায় উল্লেখ করে স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে কলুষিত করছে, এ রায় থেকে আবারো তা প্রমাণিত হলো।

বিএনপি এ রায়কে প্রত্যাখ্যান করেছে বলে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি স্পেন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান দিদার, আবু জাফর রাসেল, সহসভাপতি মাহবুবুর রহমান জন্টু, আবুল খায়ের, আনোয়ারুল আলম আজিম, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক হেমায়েত খান, সহসাংগঠনিক সম্পাদক খায়রুল আলম পলাশ, জয়নাল আবেদীন রানা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু সায়েম, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, ছানুর মিয়া ছাদ, জেন্স সিপার, আহমেদ আরেফ, স্পেন যুবদলের সাধারণ সম্পাদক আকবর শেঠ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন স্পেন শাখার আহ্বায়ক আসাদ খান, সদস্য সচিব জাকির চৌধুরীসহ স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত