সিলেটটুডে ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৮ ১২:৪২

সুন্দরী প্রতিযোগিতায় সিলেটের মারজানা

‘মিস এশিয়া-প্যাসিফিক’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মারজানা চৌধুরী। এই প্রতিযোগিতায় তিনি ৫০ জন সুন্দরীদের মধ্যে ২০তম স্থান অধিকার করেন।

প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন ফিলিপাইনের সুন্দরী শরিফা আকিল।

৪ অক্টোবর ম্যানিলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্রাজিল সুন্দরী গ্যাব্রিয়েলা পালমা হয়েছেন প্রথম রানার-আপ।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানার-আপ হয়েছেন যথাক্রমে কোস্টারিকার সুন্দরী মেলানিয়া গঞ্জালেজ, মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক ও ভেনেজুয়েলা সুন্দরী মারিয়ানি এঙ্গারিতা।

মারজানা চৌধুরী সিলেটের মেয়ে, বর্তমানে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।

‘মিস বাংলাদেশ ইউএস’ হিসেবে শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে সিলেটের সন্তান মারজানা এই প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৫ সালে ‘মিস বাংলাদেশ ইউএস’ প্রতিষ্ঠা হয়। এর পর কয়েক বছরে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সুন্দরীদের বিভিন্ন প্রতিযোগিতায় পাঠানো হচ্ছে। ম্যানিলায় মিস এশিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল প্রতিষ্ঠানটির দ্বিতীয় ঘটনা।

ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে বিভিন্ন দেশের ৫০ জন সুন্দরী এই প্রতিযোগিতায় অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত