সিলেটটুডে ডেস্ক

০৮ জুলাই, ২০১৯ ১২:০৭

স্পেনে কাতালোনিয়া যুবলীগের ঈদ পুনর্মিলনী

স্পেনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার সভাপতি কাজী আমির হোসেন আমু।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন।

আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় ও সাংগঠনিক সম্পাদক মো. ছালাহ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ স্পেন শাখার নেতা মুহিবুল হাসান খান কয়েস, আওয়ামী লীগ সান্তা কলোমা শাখার সভাপতি নাজমুল আলম সফিক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাছিম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি হানিফ শরিফ, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুল মোহাম্মেদ প্রমুখ।

এছাড়াও যুবলীগ কাতালোনিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন এমএ মুকিত, রবিউল হাসান, মিজানুর রহমান, পেয়ার আলী, সাইফুল ইসলাম, নূর মোহাম্মেদ ভূঁইয়া, ইদ্রিস হাওলাদার, জাফর হোসাইন, জিনাত সুলতানা প্রমুখ।

বক্তারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এ সংগঠনের প্রত্যেকের দায়িত্ব অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা যেন বিএনপি-জামায়াত গোষ্ঠী বাঁধাগ্রস্ত করতে না পারে সেজন্য যুবলীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকারও অনুরোধ করেন বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত