সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০১

কার্ডিফ শহীদ মিনার পরিদর্শনে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম

সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের নব নবনির্মিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন করেছেন যুক্তরাজ্য ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের নেতৃবৃন্দ।

যুক্তরাজ্য ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের আহ্বায়ক ও চ্যানেল এস-এর প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছাদেক আহমেদ নেতৃত্বে প্রতিনিধি দলকে স্বাগত জানান কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার ট্রাষ্ট কমিটির জেনারেল সেক্রেটারি ও ওয়েলস বাংলা নিউজের এডিটর মোহাম্মদ মকিস মনসুর, শহীদ মিনার ফাউন্ডার ট্রাষ্টি কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, শহীদ মিনারের লাইফ মেম্বার যুবনেতা শাহ শাফি কাদির ও শহীদ মিনারের লাইফ মেম্বার মোহাম্মদ শাহজাহান।

প্রতিনিধিদলের মধ্যে অন্যান্যদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, উপদেষ্টা শাহজানুর রাজা ও কালচারাল ফোরামের নর্থ ওয়েলসের আহ্বায়ক রোকসানা রাজা।

যুক্তরাজ্য ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম নেতৃবৃন্দ ওয়েলস তথা কার্ডিফবাসীকে এত সুন্দর শহীদ মিনার প্রতিষ্ঠা করায় ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার ট্রাষ্ট কমিটির নেতৃবৃন্দ সহ অনুদান প্রদানকারী সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত