সিলেটটুডে ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৯ ১০:১৭

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা

নিউ ইয়র্কের স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক।

গত ১০ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্ট পার্টি হলে বাংলাদেশের হবিগঞ্জ বংশোদ্ভূত আমেরিকান মেধাবী শিক্ষার্থীদের ভিন্ন আমেজের সংবর্ধনা অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে। এদিন বাংলাদেশি মেধাবী প্রজন্মের পদচারণায় মুখর হয়ে ওঠে আল আকসা পার্টি হল।

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বিশেষ স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আহবায়ক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান, ইভেন্ট কমিটির সদস্য সচিব মিয়া মো. আছকির ও এমডি জয়নাল আবেদীন খান।

ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল বাছীর খান, সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমানের নেতৃত্বে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ প্রবাসী নতুন প্রজন্মের মেধাবী ছাত্র-ছাত্রীদের নিউ ইয়র্কের স্পেশালাইজড হাইস্কুলে সুযোগ পাওয়ায় তাদের আরও উৎসাহিত করার জন্য স্কলারশিপ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্পেশালাইজড হাইস্কুলে সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে সার্টিফিকেট সহ ২০০ ডলার স্কলারশিপ প্রদান করা হয়।

স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হল : আয়ান চৌধুরী, পিতা- জকীউদদীন চৌধুরী, মিনহাজ অলক, পিতা- মো. আলমগীর মিয়া, সাইদা সোহানা, পিতা- সৈয়দ মাহবুব সুমন, সৈয়দ এম নাকীব, পিতা- সৈয়দ এম নোমান, নিশাত তাসনীম, পিতা মীর খায়ের শামীম, ফায়জা চৌধুরী. পিতা প্রফেসর রহমান চৌধুরী, শাহ ইব্রাহিম সাদেক এবং শাহ ওয়াফি, পিতা শাহ মোহাম্মদ সাদেক।

২০১৯ সালে এসব মেধাবী শিক্ষার্থীরা নিজেদের জায়গা করে নেয় নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলগুলোতে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান আহবায়ক মহিবুর রহমান বারভূঁইয়া, নিউ ইয়র্কের মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, জকিউদদীন চৌধুরী, হবিগঞ্জের প্রথম নিউ ইয়র্ক বার এর সদস্য এটর্নি সাইদা তাসনীম, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ এবং ইনটেলিজেন্ট সার্জন সৈয়দ মাহবুব সুমন, জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক উপদেষ্টা এড. নাসির উদ্দিন ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাইর সভাপতি ইব্রাহিম বারভূঁইয়া, নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং সভাপতি সাব্বির হোসেন প্রমুখ।

অন্যদের মধ্যে হবিগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াহেদ, মীর আব্দুল লতীফ, সাবেক সভাপতি কাজী শাব্বীর আহমেদ, নিউ ইয়র্ক সিটির সিনিয়র বাজেট অফিসার মীর আবুল বাশার সোহেল, ফয়সল আহমেদ, পারভেজ খান, আবুল কালাম, কায়েস চৌধুরী, ব্যবসায়ী উজ্জ্বল ইসলাম, সৈয়দ কাওসার, রোকন হাকিম, মান্না মুনতাসির, নাসের হোসেন, আখলাক আম্বিয়া চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি দেওয়ান বজলু চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান সমিতির পক্ষ থেকে অভিভাবক ও অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত