শাবুল আহমেদ, প্যারিস থেকে

২৫ নভেম্বর, ২০১৯ ১০:০৫

ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট- ফ্রান্সের আত্মপ্রকাশ

ফ্রান্সে বসবাসরত ছাতকবাসীদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধন ও মননশীল চর্চার পাশাপাশি ছাতক তথা স্বদেশের সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট-ফ্রান্স নামক একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকালে প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় এ অনুষ্ঠান হয়।

ফ্রান্সের বাঙালি কমিউনিটি নেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কমিউনিটি নেতা এহসানুর রহমান রাসেল আহবায়ক ও হাবিবুর রহমান মাহবুব, নাজিম আহমদ, ছালিক আহমদ, জুয়েল আহমদ, আমিন উদ্দিন সুলতান যুগ্ম আহবায়ক এবং মাহবুবুল হক শাহীনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

প্রবাসী কমিউনিটি নেতা মো. জামিল তালুকদারের সঞ্চালনায় সভায় ফ্রান্সে বসবাসরত সকল ছাতক প্রবাসীদের সংযুক্ত করে আগামী ১ মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত