সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৯ ১১:২৬

নিউ ইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসের নতুন কমিটি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটির বর্ণিল এ অভিষেকে আনন্দ-উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল কুমিল্লাবাসীর মিলন মেলা।

জমকালো সাংস্কৃতিক পরিবেশনার এ অনুষ্ঠানে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোমেনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার। এ সময় নির্বাচন কমিশনার মো. আবুল হোসেন ও মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ-আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অভিষিক্তরা হলেন- সভাপতি ডা. আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল আলম দিপু, সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী, মো. কবির হোসেন, এমএ মতিন ও হাসান কবির সুমন, সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ, সহ-সাধারণ সম্পাদক তাছলিমা পাটোয়ারী ও আবদুল আলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, কোষাধ্যক্ষ মো. হাবিব উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এইচ আর ভূইয়া আখলাস, প্রবাসীকল্যাণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মো. আবদুল কায়্যূম মিয়াজী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সমাজকল্যাণ সম্পাদক শাহীন আলম, মহিলা সম্পাদক হাসিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক গোলাম সাঈদ সিজন, কার্যকরী সদস্য রেজা আবদুল্লাহ স্বপন, আবু কাউসার, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ভূইয়া বাবলু, দীপক সাহা ও রুমেল সরকার।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- হাজী পেয়ার আহমদ, আবুল কালাম ভূঁইয়া, কাজী আব্দুর রশিদ, আলহাজ্ব নূরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার। শপথ গ্রহণের পরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় বিপুল করতালির মধ্য দিয়ে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল আলম দিপু, সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী, কার্যকরী সদস্য আব্দুল্লাহ রেজা স্বপন ও ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম ভূঁইয়া রুমির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ.স.ম খালেদুর রহমান (সবুজ)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএমএএনএ সভাপতি ডা. খন্দকার মাসুদ রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সাবেক সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন ভূঁইয়া, কমিউনিটি এক্টিভিস্ট কাজী এনামুল হক, এমদাদুল হক কামাল, আব্দুল্লাহ আল ক্বাফী, ফখরুল ইসলাম মাসুম, সাদেক হোসেন সরকার, মো. আবুল হোসেন, সারোয়ার হোসেন বাবু প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি ডা. আলী আহমেদ তার বক্তব্যে সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে অভিষিক্তরা বলেন, কুমিল্লাবাসীর যে কোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানই হবে তাদের প্রধান লক্ষ। দেশের জনকল্যাণমূলক কর্মকাণ্ডসহ নতুন ইমগ্র্যান্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকারও করে নতুন কমিটি।

বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোমেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী খালিদ, কৃষ্ণা তিথি, মনিকা দাস, আমানত হোসেন আমান, আরিফ, সুমি, সিজান। নৃত্যে ছিলেন সামিয়া।

শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লার বাসিন্দারা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।

উল্লেখ্য, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্ট পার্টি হলে গত ১ অক্টোবর অনুষ্ঠিত কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সভায় ২০১৯-২০২১ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত