সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪৮

জিতলেন রুশনারা-আফসানাও

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রূপা হকের পর বাংলাদেশি বংশোদ্ভূত আরও ২ নারী জয়ী হয়েছেন। তারা সবাই লেবার পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তারা হলেন- রুশনারা আলী ও আফসানা বেগম।

বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ৪৪ হাজার ৫২টি ভোট পেয়ে জয় পেয়েছেন রুশনারা আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ড পেয়েছেন ৬ হাজার ৫২৮টি ভোট।

অন্যদিকে পপলার অ্যান্ড লাইমহাউস থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে আফসানা বেগম ৩৮ হাজার ৬৬০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির শিউন ওকে পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি জয়লাভ করে।

আপনার মন্তব্য

আলোচিত