নিউজ ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০০

বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার সম্ভাবনা নিয়ে লন্ডনে সেমিনার

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, যুক্তরাজ্যের উদ্যোগে আগামী ২১ সেপ্টেম্বর লন্ডনের টেকশেড লিমিটেডের ফন্ডেট কোর্টে "বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা: সম্ভাবনা ও সীমাবদ্ধতা" বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক  ড. মোহাম্মদ কায়কোবাদ।
প্রকৌশলী সমিরুজ্জামান সমীরের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করবেন প্রকৌশলী সুশান্ত দাশগুপ্ত। বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাকে বিশ্বমানে গড়ে তোলার লক্ষ্যে করনীয় সম্পর্কে বক্তারা বিশদ আলোচনা করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত