এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

৩০ সেপ্টেম্বর, ২০১৫ ০৮:৪৩

প্যারিসে কানাইঘাটবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ফ্রান্সে বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্যারিসের গার দো নোর্দের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
 
বিপুল সংখ্যক কানাইঘাট প্রবাসীদের উপস্থিতিতে প্যারিস প্রবাসী কমিউনিটি নেতা খান জালাল এর সভাপতিত্বে ও সালেহ আহমদের পরিচালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরুল হক,মিনহাজুল ইসলাম, সমছু মিয়া, সাংবাদিক আবু তাহির, ইকবাল হোসেন।    
 
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালেহ আহমদ, শরিফ আহমদ, আজমল চৌধুরী, কুতুব উদ্দিন, সোহেল আহমদ, ইকবাল হোসেন, আফজল কবির চৌধুরী, মাসুম আহমদ, আবুল কালাম, আব্দুল ওয়াদুদ, জাকির হোসেনসহ কানাইঘাট প্রবাসী নেতারা।

এসময় কোরান তেলাওয়াত করেন শাহীন আহমদ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর নিজ এলাকার প্রবাসীদের এ মিলন মেলায় আড্ডা এবং ভোজনের সাথে সাথে নিজ এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা করা হয়। সেই সাথে উঠে আসে ফ্রান্সের বাংলাদেশের কমিউনিটিতে কানাইঘাট প্রবাসীদের ভুমিকা।

এসময় তারা আন্তরিকতার মাধ্যমে কানাইঘাট উপজেলার উন্নয়নে দেশের বাহিরে অবস্থানরত সকল কানাইঘাট প্রবাসীদের আত্মনিয়োগ করার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত