নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৫ ০১:৪২

শাহবাগে কার্টুন প্রদর্শনীর উদ্বোধন

গণজাগরণ মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক কার্টুন প্রদর্শনী উদ্বোধন করা হয় মঙ্গলবার। রাজধানীর শাহবাগে ‘জামায়াত-বিএনপির জঙ্গীবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এ কার্টুন প্রদর্শনীর আয়োজন করে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চ।

দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী অধ্যাপিকা পান্না কায়সার।

প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পান্না কায়সার বলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধার স্ত্রী ভাবতে এখন ঘৃণা হয়। খালেদা জিয়ার ঘাড়ে এখন ভর করে আছে নিজামী, মুজাহিদরা।

তিনি প্রশ্ন করে বলেন- একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে বেগম জিয়া এসব রাজাকারদের পাশে রেখেছেন কী করে? এদেশ থেকে জামায়াত-বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। জামায়াত-বিএনপি নিষিদ্ধ না করলে এদেশ কখনই বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে পরিণত হবে না। সাধারণ মানুষও শান্তিতে বাস করতে পারবে না।

তিনদিনব্যাপি এই কর্মসূচির প্রথম দিনে কার্টুন প্রদর্শণীর উদ্বোধনের পাশাপাশি সন্ধ্যায় প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। এছাড়াও বুধবার রয়েছে সহিংসতাবরোধি ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামাল পাশা চৌধুরী, এফ এম শাহীন প্রমূখ।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত