সিলেটটডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০

নাট্যমঞ্চ নাট্যোৎসবে মণিপুরী থিয়েটারের ‘লেইমা’ মঞ্চস্থ

নাট্যমঞ্চ সিলেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৭ দিনব্যাপী ‘নাট্যমঞ্চ নাট্যোৎসব-২০১৫’র ২য় দিন রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হল মণিপুরী থিয়েটার প্রযোজিত নাটক ‘লেইমা’।

ফেদেরিকো গার্সিয়া লোরকা মূল গল্প অবলম্বনে নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিষ সিন্হা। মঙ্গলবার হলভর্তি দর্শকের উপস্থিতিতে সিলেটে নাট্যমোদী দর্শক ‘লেইমা’ নাটকটি পিনপতন নিরবতায় উপভোগ করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শনী শুরুর পূর্বে অডিটোরিয়াম প্রাঙ্গনে ছিল নাট্যকর্মী ও নাট্যমোদী দর্শকের মিলন মেলা।

৭ ডিসেম্বর নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। উৎসবের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত।

বুধবার নাট্যোৎসবের ৩য় দিন মঞ্চস্থ হবে দেশের স্বনামধন্য নাট্যদল নাট্যতীর্থ ঢাকার সাড়া জাগানো নাটক ‘কঙ্কাল’। নাটকটির মূল গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ রবিউল আলম ও নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ।

নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সিলেটের সকল নাট্যমোদী দর্শকের ৭দিন ব্যাপী নাট্যোৎসবে নাটক দেখার অনুরোধ জানিয়েছেন। প্রতিদিন নাটক শুরুর পূর্বে হল কাউন্টারে নাটকের প্রবেশপত্র পাওয়া যায়। নাট্যমঞ্চ সিলেটের নাট্যোৎসব চলবে আগামী ১৩ ডিসেম্বর (রবিবার) পর্যন্ত।

নাট্যমঞ্চ সিলেট আয়োজিত এই নাট্যোৎসবে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন।

আপনার মন্তব্য

আলোচিত