নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৩৩

সিলেটে মঙ্গলবার থেকে চিত্রণ উৎসব

চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান চিত্রণ'র নবম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে চিত্রণ উৎসব। মঙ্গলবার বেলা ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তিনদিব্যাপী এ উৎসব শুরু হবে।

‘রেখায় দেখি এবং দেখাই দিন, রঙে রাঙাই পৃথ্বীমর্ত্য মুক্ত ও ভয়হীন’ এই শ্লোগানে শুরু হওয়া চিত্রণ উৎসবের উদ্বোধন করবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটর উপাচার্য ড. মো. সালেহ্ উদ্দিন। এতে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চিত্রণের শিক্ষর্থী আঁকা ছবি নিয়ে প্রদর্শনী শুরু হবে বেলা সোয়া তিনটা থেকে, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার উৎসবের ২য় দিনে প্রদর্শনী উন্মুক্ত সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বেলা টায় হবে অভিভাবক সম্মিলন, সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার যথারীতি প্রদর্শনী উন্মুক্ত হবে সকাল ১০টা থেকে। সন্ধ্যা ৬ টায় শুরু হবে সমাপনী অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

তিন দিনব্যাপী এই উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন চিত্রণের পরিচালক সত্যজিৎ চক্রবর্ত্তী।

আপনার মন্তব্য

আলোচিত