সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৬ ১৮:৩৯

নান্দিক নাট্যদলের ২৫ বছর পূর্তিতে নাট্যোৎসব শুরু ৭ মার্চ

নান্দিক নাট্যদল সিলেটের গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আাগামী ৭-১১ মার্চ রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ৫দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আগামী ৭মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর বন্ধ্যোপাধ্যায়, নিমা রহমান ও সুদ্বীপ চক্রবর্তী। এর পরপরই সিলেট অডিটোরিয়াম মঞ্চে আয়োজক সংগঠন নান্দিক নাট্যদল সিলেট পরিবেশন করবে নাটক তাহার নামটি রঞ্জনা।

আগামী ৮মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় পদাতিক সংসদ (টি.এস.সি) ঢাকার নাটক ম্যাকবেথ, ৯মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় পদাতিক সংসদ (টি.এস.সি) ঢাকার নাটক কালরাত্রি, ১০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জলের গান ঢাকা পরিবেশন করবে ফুল, পাখি ও নদীর গান, ১১ মার্চ শুক্রবার ৫দিন ব্যাপী নাট্যোৎসবের  সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় ভাটি বাংলা নাট্যগোষ্টি পরিবেশন করবে গরিবের আর্তনাদ।

উক্ত নাট্যোৎসবে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন নান্দিক নাট্যদল সিলেটের ২৫ বছর পূর্তি উৎসবের আহ্বায়ক সুপ্রিয় দেব শান্ত।

আপনার মন্তব্য

আলোচিত