সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০১৬ ০২:০৬

একাত্তরের শোক ক্রোধ মিলেমিশে একাকার হয়েছিল ‘কালরাত্রি’ নাটকে

টি.এস.সি কিংবা জগন্নাথ হল। শহীদদের কান্না আর দ্রোহের উচ্চকিত উচ্চারণ। লোকায়ত শোক ক্রোধ যেন মিলে মিশে হয়েছে একাকার। অমাবস্যা রাতের নিস্তব্ধতা গায়ে তুলে শিহরণ। আবেগের নিরবচ্ছিন্ন প্রবাহে কত প্রাণ হলো বলিদান। মা আর বোনের সম্ভব নিয়ে উন্মুক্ত খেলায় ব্যস্ত দখলদার আর তাদের পা চাটা দালালরা।

মন ও মগজে জীবন্ত আজ একাত্তর। দর্শক সারিতে এক কোনে বসে থাকা অদেখা একাত্তরের তরুণের চোখের জলে মস্তিষ্কের চলমানতায় ব্যক্তিজীবন ডুবে গেছে খানিকটা সময় নাটকের শরীরে। সম্মুখে আজ একাত্তরের বাংলাদেশ।

লামিসা শিরিন হোসাইনের Lone Survivor গল্প অবলম্বনে এসকল বিষয় বারংবার উঠে এসেছে কালরাত্রি নাটকের মধ্যে দিয়ে।

কিছু লেখা আর একাত্তরের পতন থেকে কালরাত্রিকে নাট্যরূপের উপাদান হিসেবে বেছে নিয়েছেন ড. তানভির আহমেদ সিডনী।

পদাতিক নির্দেশনা পর্ষদের নির্দেশনায় বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে পদাতিক নাট্য সংসদ টিএসসি পরিবেশন করে নাটক কালরাত্রি।

নান্দিক নাট্যদল সিলেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৫ দিনব্যাপী আয়োজিত নাট্যোৎসবের ৩য় দিনে কালরাত্রি নাটকটিতে অভিনয় করেন শাখাওয়াত হোসেন শিমূল, ওয়াহিদুল ইসলাম, সায়েম সামাদ, সানজিদা পারভিন, ইমরান খান, সালমান শুভ চৌধুরী, ইকরামূল ইসলাম, তৌফিক তমাল, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসের লিমন, ফরহাদ সুমন, শরিফুল ইসলাম শাফি, আবু সালেহ অর্ণব, ওয়াহিদুজ্জামান জিতু, মশিউর রহমান, সৈয়দা শামসি আরা শায়েখা, জিনিতা রহমান হিয়া প্রমুখ।

১০ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় উৎসবের ৪র্থ  দিনে 'জলের গান' পরিবেশন করবে ফুল, পাখি ও নদীর গান।

আপনার মন্তব্য

আলোচিত