শাবি প্রতিনিধি

১৬ মার্চ, ২০১৬ ১৭:৫০

নাট্যোৎসবে থিয়েটার সাস্টের ‘সোনার হরিণ’

সিলেট সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে একুশের চেতনায় নাট্যোৎসব’১৬ তে ‘সোনার হরিণ’ নামক নাটক নিয়ে আসছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’।

সংগঠনটির আহ্বায়ক ইয়াসিন হোসাইন এ তথ্য জানান।
 
তিনি জানান, আগামী ১৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়াম নাটকটি মঞ্চস্থ করা হবে । নাটকটি রচনা করেছেন নুরুল করিম নাসিম, নির্দেশনা দিয়েছেন ওমর ফারুক দিপু এবং পুনঃ নির্দেশনা দিয়েছেন মাহমুদুল হাসান মাহমুদ।

সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত  নাট্যোৎসবটি ১৮ মার্চ শুরু হয়ে ২৫ মার্চ শেষ হবে।
 
উল্লেখ্য, ‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় থিয়েটার সাস্ট।

আপনার মন্তব্য

আলোচিত