সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৬ ২৩:৪৯

মৃত্তিকায় মহাকালের সপ্তাহব্যাপি নাট্যকর্মশালা শুরু

গণ সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকায় মহাকালের যুগার্ধ উপলক্ষে দলের নাট্য বিভাগ নাট্যযোগের সদস্যদের নিয়ে বিশৈষ কর্মসূচীর অংশ হিসেবে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার নগরের মিরের ময়দানস্থ পুলিশ লাইন সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে সপতাহব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রবীণ নাট্যজন অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন।

মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভানের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে যাদু ও সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের সকল অসাম্য ও কুপমন্ডুকতা দুর করতে সুস্থ নাট্যচর্চা এক অনন্য হাতিয়ার। সকল প্রগতীশীল আন্দোলন সংগ্রামে সংস্কৃতি ও নাট্যকর্মীরাই অগ্রনী ভূমিকা পালন করেন। তারা সপ্তাহব্যাপী এ নাট্য কর্মশালার মধ্যদিয়ে মৃত্তিকায় মহাকালের সকল সদস্যদের সৃজনশীল শিল্পী এবং দুরন্ত সংস্কৃতি কর্মী হয়ে উঠার আহবান জানান।

কর্মশালায় সংগঠনের ৩১জন সদস্য অংশ গ্রহণ করছেন।

আপনার মন্তব্য

আলোচিত