উত্তম কাব্য

২৯ মার্চ, ২০১৬ ০০:৫০

ছবিগুলো গান হয়ে যাচ্ছে : কনকচাঁপা

সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার আঁকা ছবি নিয়ে একটি একক চিত্র প্রদর্শনী শুরু হবে আগামী পহেলা এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ওইদিন বিকেল ৫ টায় প্রদর্শনীর উদ্বোধন হবে।

চিত্রপ্রদর্শনী, ছবি আঁকাআঁকি আর ভবিষ্ণত পরিকল্পনা নিয়ে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর সাথে কথা বলেছেন গুণি এই শিল্পী।


-গানের শিল্পী হিসেবেই আপনি দেশের মানুষের কাছে পরিচিত। ছবি আঁকেন কবে থেকে?

কনকচাঁপা : শিশু বয়স থেকেই ছবি আঁকি। পড়তে বসলেই ছবি আঁকতাম। এখনো এই অভ্যাস আছে।

-চিত্র প্রর্দশনীর টাইটেল কি? এতে কয়টি ছবি থাকছে?

কনকচাঁপা : প্রদর্শনীর শিরোনাম দ্বিধার দোলাচল। এতে আমার আঁকা একশোর বেশি ছবি থাকবে।

-প্রর্দশনীর ছবিগুলো কবের আঁকা?

কনকচাঁপা : সেই ১৯৭৬ সাল থেকে শুরু, ২০১৬ সালে এসেও চলছে চলছে...


-আঁকাআকি কি কেবল শখের বসে নাকি এ নিয়ে ভবিষ্যতেও কোণো পরিকল্পনা আছে?

কনকচাঁপা : সবকিছুই সিরিয়াস ভাবে নেয়া আমার অভ্যাস। দর্শক পছন্দ করলে  ছবিও পেশাদার শিল্পী হিসেবে আঁকব।

-আপনি তো গানের শিল্পী হিসেবেই পরিচিত। হঠাৎ ছবি আঁকায় এত মনোযোগ কেন?

কনকচাঁপা : মন চলে যায় রংতুলিতে তাই এত মনোযোগ। আমার বাবা ছিলেন চারুকলার ছাত্র। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সরাসরি ছাত্র।আর তিনি আমার অনুপ্রেরণা। রক্তের ভেতরই আঁকাবুকির অভ্যাস।

-গান না ছবিআঁকা কোনটাকে ভালবাসেন বেশি? ভবিষ্যতেও আরো প্রদর্শনীর আয়োজন করবেন?

কনকচাঁপা : এ পৃথিবীর সব ভাল আমি ভালবাসি। লাল ভাল না নীল ভাল এর কি উত্তর হয়?

ভবিষ্যতে যদি এঁকে কুলাতে পারি অবশ্যই প্রদর্শনী হবে। যদি বেঁচে থাকি! জীবনের এই বেলায় দেখি আবার ছবিগুলো গান হয়ে যাচ্ছে। সুর ও ছবিআঁকা নিয়েই আমি শূণ্যে মিলতে চাই।

উল্লেখ্য, ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ এপ্রিল পর্যন্ত চলা এই প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চিত্রকর আবদুর শাকুর শাহ, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ও চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা।

আপনার মন্তব্য

আলোচিত