নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০১৬ ০১:৩৮

সিলেটের ৫ গুণী শিল্পীকে সম্মাননা দিলো শিল্পকলা একাডেমি

সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি তৃতীয়বারের মতো ৫টি শাখায় ৫জন গুণীশিল্পী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০১৫ প্রদান করলেন।

রোববার নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়। সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমদ গুণীশিল্পীদের হাতে এই পদক তুলে দেন।

পদকপ্রাপ্ত গুণীশিল্পীরা হলেন, লোকসংস্কৃতিতে সুষমা দাস, কণ্ঠসংগীতে আব্দুল মজিদ সরকার, নাট্যকলায় ভবতোষ রায় বর্মণ, নৃত্যকলায় চন্দ্রা দেবী ও যন্ত্রশিল্পীতে পান্না দাস।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, পুলিশ সুপার নূরেআলম মিনা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজনীন হোসেন। সম্মাননা পদক প্রদান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মন্তব্য

আলোচিত