নিউজ ডেস্ক

২৪ মার্চ, ২০১৫ ০১:২৯

২৬ মার্চ গণজাগরণ মঞ্চের স্বাধীনতা কনসার্ট-২০১৫

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কনসার্ট করবে গণজাগরণ মঞ্চ। এ কনসার্টের নাম রাখা হয়েছে ‘স্বাধীনতা কনসার্ট-২০১৫’।

সোমবার (২৩ মার্চ) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ বিকাল ৪টায় স্বাধীনতা দিবস উদযাপনে সমাজের জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শাহবাগ থেকে পতাকা মিছিল হবে। পতাকা মিছিলের পর পরই প্রজন্ম চত্বরে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে।

২৫ মার্চের কালরাত্রি স্মরণে ওই দিন বিকেলে “বিচারহীনতার সংস্কৃতি, মৌলবাদের উত্থান, আমাদের করণীয়’ বিষয়ে মুক্ত আলোচনা হবে।

সন্ধ্যায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত আলোক প্রজ্জ্বলন করা হবে।

এছাড়াও সন্ধ্যার পর মুক্তিশিখা ও মুভিয়ানা ফিল্ম সোসাইট উদ্যোগে ‘সেই রাতের কথা’ চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত