সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৬ ২০:০৬

সিলেট শিল্পকলা একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার (২৬ অক্টোবর) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতাটি ৮টি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভাগগুলোর মধ্যে ছিল সংগীত শিশু, সংগীত সাধারণ, নৃত্য শিশু, নৃত্য সাধারণ, চারুকলা, নাটক, আবৃত্তি এবং তালবাদ্যযন্ত্র।

প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর-আল-নাসীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ।

অনুষ্ঠানে প্রতি বিষয়ে ৩ জন করে ২৪ জন ও প্রশিক্ষণ ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির (শতভাগ) জন্য ২ জনকে পুরস্কৃত করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।    

আপনার মন্তব্য

আলোচিত