নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০১৫ ১৮:০৫

হে বর্ষ, বিদায়!

বিদায় ১৪২১। আজ বিদায়ী বছরের সর্বশেষ দিন। চৈত্র সংক্রান্তি। নানা সুখ দুঃখের স্মৃতি সম্বলিত, পাওয়া না পাওয়ার একটি বছরকে আজ বিদায় জানাচ্ছে সিলেটবাসী।

আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজন করেছে বর্ষবিদায়ের আয়োজন। বছরের শেষ সূর্যকে তারা বিদায় জানাবে নানা আনুষ্ঠানিকতা এবং একই সঙ্গে স্বাগত জানাবে নতুন বছরকেও।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র আয়োজনে গত বছরের ন্যায় এবারও ১৪২১ বাংলাকে বিদায় ও ১৪২২ বাংলাকে স্বাগত জানিয়ে সুরমা নদীর তীরে ঐতিহাসিক চাঁদনিঘাটের সিঁড়িতে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত এই অনুষ্ঠান চলবে। সূর্যাস্তের সাথে সাথে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে ১৪২১ বাংলাকে বিদায়।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আহ্বান করা হবে ১৪২২ বাংলাকে। অনুষ্ঠানে লোকনৃত্য, লোকগান ও বাউলগান পরিবেশন করবেন সিলেটের বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত