সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৬ ২০:৪৪

মণিপুরি থিয়েটারের পাঁচ নাটক নিয়ে ঢাকায় নাট্যোৎসব

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’ স্লোগান নিয়ে ঢাকায় পাঁচদিনের নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে মৌলভীবাজারের নাট্যসংগঠন মণিপুরি থিয়েটার। এই উৎসবে নিজেদের আলোচিত পাঁচটি নাটক মঞ্চায়ন করবে দলটি।

আগামী ২৪ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে মণিপুরি ভাষায় রচিত নাটক ‘লেইমা’। পরদিন স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে ‘ইঙাল আঁধার পালা’। ২৬ ডিসেম্বর একই মিলনায়তনে পরিবেশিত হবে ‘শ্রীকৃষ্ণকীর্তন’।

২৭ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে ‘দেবতার গ্রাস’ আর ২৮ ডিসেম্বর সমাপনী সন্ধ্যায় মঞ্চায়িত হবে ‘কহে বীরাঙ্গনা’। এ ছাড়া উৎসবে থাকবে মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচসহ বিভিন্ন পরিবেশনা।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করেছে মণিপুরি থিয়েটার। এ উপলক্ষে নভেম্বরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে নিজস্ব স্টুডিওতে মাসব্যাপী নাট্যমেলা আয়োজন করে দলটি। এতে ঢাকার প্রথম সারির ছয়টি নাট্যদলের নাটক ও আয়োজক দলের নাটক মঞ্চায়িত হয়।

আপনার মন্তব্য

আলোচিত