সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৮:১৩

শ্রীমঙ্গলে উচ্ছ্বাস থিয়েটারের ৩ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন

সৌন্দর্য চেতনাকে গভীরভাবে উপলব্ধি করা, তলিয়ে দেখা উচ্ছ্বাস থিয়েটারের প্রতিদিনের দায়। আর এই দায় নিয়ে উচ্ছ্বাস থিয়েটার পদার্পণ করল দুই দশকে। দুই দশকে পদার্পণ উপলক্ষে আগামী ৫ জানুয়ারি তিনদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে উচ্ছ্বাস থিয়েটার।

৫ জানুয়ারি নাট্যোৎসবের ১ম দিনে উচ্ছ্বাস থিয়েটার শ্রীমঙ্গল ম্যাক্সিম গোর্কি’র গল্প ও আশিক সুমনের নাট্যরূপ ও নির্দেশনায় পরিবেশন করবে নাটক ‘দাবানল’।

৬ জানুয়ারি উৎসবের ২য় দিনে মহাকাল নাট্য সম্প্রদায়, ঢাকা কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামানের রচনায় ও ইউসুফ হাসান অর্ক এর নির্দেশনায় পরিবেশন করবে নাটক ‘নীলাখ্যান’।

৭ জানুয়ারি তিনদিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিনে জীবন সংকেত, হবিগঞ্জ পরিবেশন করবে নাটক ‘জ্যোতিসংহিতা’। জ্যোতিসংহিতা নাটকটি রচনা করেছেন রুমা মোদক ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

উৎসবের শেষদিন আয়োজক সংঘটন উচ্ছ্বাস থিয়েটার ভুলু সম্মাননা পদক প্রদান করবে প্রয়াত নাট্যকার ও নির্দেশক নিহারেন্দু করকে।

 

আপনার মন্তব্য

আলোচিত