সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৫ ২০:২৯

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আনন্দশোভাযাত্রা

‘সন্ত্রাস রুখে দাঁড়াও নৃত্যের ছন্দে’ স্লোগানকে সামনে রেখে  সিলেট নগরীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন ২৩এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তপ্রাঙ্গন মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যমে শুরু হয় এ শোভাযাত্রা। অনুষ্ঠানের উদ্বেধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পুনঞ্জয় পুরকায়স্থ বাবলা।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের আনন্দ শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের দু’দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা ২৪ এপ্রিল (শুক্রবার) রিকাবিবাজারের কবি নজরুল অডিটরিয়াম সংলগ্ন মুক্তপ্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৮টায় শুভেচ্ছা কথন, সকাল ৮টা ১০ মিনিটে মাঙ্গলিক নৃত্যানুষ্ঠান, সকাল ১১টায় মতবিনিময় সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর  ড. সুশান্ত কুমার দাস, বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজনীন হোসেন।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান।  এতে অংশ নিবেন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের শিল্পীরা।

আয়োজিত অনুষ্ঠানগুলো উপভোগ করতে বিশেষ ভাবে আমন্ত্রন জানিয়েছেন সভাপতি অনিল কিষণ সিংহ ও সাধারণ সম্পাদক নীলাঞ্জনা যুঁই।

আপনার মন্তব্য

আলোচিত