ঝিনাইদহ প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৭ ২২:১৩

ঝিনাইদহে শুরু হয়েছে ‘অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা’

'অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা'- এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে চলছে ৮ দিনব্যাপী সৌখিন যাত্রা উৎসব।

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সোমবার (৯ জানুয়ারি) রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন জানান, যাত্রাপালা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী ধারা। বিভিন্ন বিন্যাসে ও আঙ্গিকে যুগ যুগ ধরে যাত্রাপালা লোকায়ত জীবনকে আনন্দ দিয়ে আসছে। আকাশ সংস্কৃতির প্রভাবে সেই যাত্রাপালা আজ বিলুপ্তির পথে। দেশের বিভিন্ন স্থানে যাত্রাপালার নামে চলছে নগ্নতা।

তিনি বলেন, যাত্রাপালা মানেই নগ্নতা নয়। এটি বাংলাদেশের একটি শক্তিশালী গণমাধ্যম। অনুন্নত সমাজে এক একটি যাত্রাদল ভ্রাম্যমাণ বিদ্যালয়ের ভুমিকা পালন করে। সেই ধারণা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন।

যাত্রাপালার উদ্বোধনী দিনে সোমবার ঝিনাইদহ বামনাইল উদয়ন নাট্যগোষ্ঠী পরিবেশন করে যাত্রাপালা 'একটি পয়সা'। আগামী ১৭ জানুয়ারী অনিকেত যাত্রাশিল্পী সংসদের 'বাংলার মহানায়ক' যাত্রাপালাটি পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত