নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০১৭ ১৩:৩৮

সিলেটে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু ১৪ মার্চ

স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে আগামী মঙ্গলবার (১৪ মার্চ) সিলেটে শুরু হচ্ছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ ৩ দিনব্যাপী চলবে এই উৎসবের প্রথম আসর।

১৪ মার্চ বিকেল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়াম প্রাঙ্গনে উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম।

ওইদিন বিকেল ৫ টায় প্রদর্শিত হবে উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’।

গত একমাসে ৬৬টি দেশের ২০৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

উৎসবের বিচারক হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।

আপনার মন্তব্য

আলোচিত