নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০১৭ ১৪:০৯

সিলেটে আজ কালিকাপ্রসাদের জন্য গান গাইবেন শুভপ্রসাদ নন্দী মজুমদার

সিলেটে আজ স্মরণ করা হবে সদ্য প্রয়াত লোকসংগীত শিল্পী 'দোহার' ব্যান্ডের কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। অনুষ্ঠানে গান গাইবেন কালিকাপ্রসাদের বন্ধু ও পশ্চিমবঙ্গের শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায় 'বৈঠক' এর আয়োজনে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হবে এই স্মরণ অনুষ্ঠান।

গত ৭ মার্চ গানের শো শেষে ফেরার পথে ভারতের কলকাতায় এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আহত হন তাঁর সঙ্গে গাড়িতে থাকা 'দোহার' ব্যান্ডের সদস্যরা।

মৃত্যুর আগে সর্বশেষ তিনি সংগীত পরিচালনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র 'ভুবন মাঝি'-তে।

সিলেটের ঢাকাদক্ষিণে নিজের বাড়ি থাকার সুবাদে কালিকাপ্রসাদ নিয়মিত আসতেন সিলেটে। সিলেটের বাউল গানসহ লোকসংগীতের সন্ধানে তিনি ছুটে বেড়িয়েছেন বাংলাদেশের নানা প্রান্তে। এপার বাংলা থেকে গান সংগ্রহ করে নিজের কণ্ঠে সেই গানগুলোকে ছড়িয়ে দিয়েছেন ওপার বাংলায়।

আপনার মন্তব্য

আলোচিত